রেজাউল করিম রেজা:
রাজধানী জুড়ে চলছে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে নিরাপদ সড়ক চাই আন্দোলন। আন্দোলনের আজ চতুর্থ দিন। এই আন্দোলনের সমর্থন জানিয়েছেন দেশের প্রায় সর্বস্তরের জনগণ।

সেই সাথে সমর্থন জানিয়েছেন মিডিয়ার অনেক তারকাশিল্পীরা। শুধু সমর্থন-ই না। যোগ দিয়েছেন এই আন্দোলনেও।

শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোবিজের সঙ্গে যুক্ত তারকারাও আন্দোলন নিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছেন। বুধবার দুপুরে তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে লেখেন-

‘আর চুপ থাকতে পারছি না। শুটিং থেকে পারমিশন নিলাম, দুপুরে নামছি তোমাদের সাথে উত্তরায়। আমার কোনো সহকর্মী ভাই-বোনেরা নামতে চাইলে খুশি হবো।’

এর কিছুক্ষণ পরই পাওয়া যায় পরিচালক সকাল আহমেদের স্ট্যাটাস। তিনি লেখেন- ‘শুটিং বন্ধ রেখে আমি আমার শুটিং ইউনিট নিয়ে বের হচ্ছি। আপনারা পারলে চলে আসেন।’

সকাল আহমেদ বলছিলেন, ‘ছাত্ররা যে দাবিগুলো করেছে, সেই দাবিগুলো সরকার মেনে নিক- সেটা আমরাও চাই। সড়কে নিরাপত্তা চাই। সাধারণ জনগণের নিরাপত্তা চাই। ছাত্রদের সঙ্গে আমাদেরও একমত

শিক্ষার্থীদের আন্দোলনে সহমত প্রকাশ করে রাজপথে আরো ছিলেন জাকিয়া বারী মম, নাদিয়া আহমেদ, নাজিয়া হক অর্ষা, নাবিলাসহ অনেকেই।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত উত্তরার রাস্তায় ছিলেন তারা।