সিবিএন:
এটি কোন যুদ্ধ বিধ্বস্ত জনপদের দৃশ্য নয়। নয় কোন ছরা, খাল বা ড্রেন। এটির নাম খুরুশকুল-ছনখোলা সংযোগ সড়ক। অনুমান ৮ বছর আগে কাচা সড়কটি নির্মিত হয়। নির্মাণের প্রথম দিকে বছরখানেক কোন রকম ঠিক ছিলো। বছর যেতে না যেতেই সড়কের প্রায় ৪ কিলোমিটারজুড়ে ভেসে উঠে ক্ষতচিহ্ন। অধিকাংশ স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সড়কের দুই পাশে সারা বছর পানি জমে থাকায় দেবে যাচ্ছে মাটি। দিন দিন ছোট হয়ে আসছে সড়কের আকার। বর্ষা বাদল ও ছোটখাটো যানবাহন চলাচলে অল্প সময়ে দুই জনপদের সংযোগ সড়কটির কাহিল অবস্থা। যানবাহন তো দূরের কথা, বর্তমানে খালি পায়ে হাঁটাচলাও দায় পড়েছে। সড়কে চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
সড়কটি হয়ে খুরুশকুল-ছনখোলা এলাকার প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াত। সংস্কারহীন এই সড়কের কারণে দুই এলাকার বাসিন্দারা মারাত্নক ভোগান্তিতে পড়েছে। খুরুশকুল-ছনখোলা সংযোগ সড়কটির দ্রুত সংস্কার বা পুননির্মাণ চায় এলাকাবাসী।

ছবি- বেলাল উদ্দিন।
প্রতিবেদন-
ইমাম খাইর, সিবিএন।