
মো: ছফওয়ানুল করিম, পেকুয়া :
পেকুয়ার শতবর্ষী বিশিষ্ট সমাজসেবক রেজ্জাকুল হায়দার চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালের তার বয়স হয়েছিল ১০২ বছর। মরহুমের পারিবারিক সূত্র জানায়, ০১ আগষ্ট সকাল ১০ টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ফতেহ আলী মাতবর বাড়ীস্থ নিজ বাসভবনে বার্ধ্যক্ষজনিত রোগে তিনি মারা যান। তিনি ওই এলাকার বিশিষ্ট জমিদার দলিলুর রহমান চৌধুরীর জৈষ্ঠ সন্তান। মরহুম রেজ্জাকুল হায়দার চৌধুরী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সবচেয়ে প্রবীণতম ছাত্র হিসেবে কিছুদিন পূর্বে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনুছের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। মৃত্যুর সময় ৪ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য নাতি নাতনি ও গুণগ্রাহী রেখে যান। তার ৫ ছেলের মধ্যে বড় ছেলে কয়েকবছর আগেই পরলোক গমন করেন। তিনি প্রবীণ ব্যাংকার ও বিশিষ্ট সংগীত শিল্পী ইকবাল হায়দার চৌধুরীর পিতা। আজ (২ আগষ্ট) সকাল ১০ টায় তার বাড়ী সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছেন।