সংবাদদাতা:
মহেশখালীর হোয়ানকে মসজিদে এশারের অাযানের সময় মসজিদের সামনে জুয়া খেলা না করেত নিষেধ করায় এক লবন ব্যবসায়ীকে মাথায় কুপিয়ে মারাত্বক জখম করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার হোয়ানক ইউনিয়নের ফকিরখালী পাড়া গ্রামে ৩১ জুলাই রাত ৯টায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ফকিরখালী পাড়া গ্রামের মসজিদের সামনে অাবুল বশর নাগুর দোকানে ১০/১২টি মোবাইলের মাধ্যমে জুয়ার অাসর বসে। জুয়াটিদের উচ্চ অাওয়াজের কারনে মুসল্লীদের নামাজের সমস্যা হয়। এ কারনে নাগুকে বেশ কয়েকবার স্থানীয় মুসল্লীরা বাধা নিষেধ করলেও কোন প্রকার তোয়াক্কা না করে নিয়মিত খেলার অাসর বসায় নাগুর দোকানে। ৩১জুলাই এশারের অাযানের সময়  নাগুর দোকানে জুয়াটিরা উচ্চস্বরে চিল্লা চিল্লি করলে স্থানীয় লবন ব্যবসায়ী মৃত শামসুল অালমের পুত্র মোকতার অাহাম্মদ (৪৮) জুয়াটিদের বাধা নিষেধ করে।  তাতে ক্ষিপ্ত হয়ে নাগুর ছেলে ছোটন মোকতারকে পিটানোর প্রস্তুুতি গ্রহণ করে গোপনে। মোকতার এশারের নামাজ পড়ে মসজিদের বাহির হলে সন্ত্রাসী নাগুর নেতৃত্বে শফিসহ ৭/৮ জনের একটি গ্রুপ দা দিয়ে মাথায়  কুপিয়ে মারাত্বক জখম করে। লাটি দিয়ে এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে দেয়। স্থানীয় লোকজন দ্রুত রক্তাক্ত মোকতারকে মহেশখালী হাসপাতালে নিয়ে অাসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ককসবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে। অাহত মোকতারের মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় বমি হওয়ার কারনে অাশাংকাজনক বলে জানান চিকিৎসক।