
প্রেস বিজ্ঞপ্তি :
অাগামী ২ অাগস্ট, বৃহস্পতিবার দুপুর ১২:০০টায় শুরু হতে যাচ্ছে সিবিঅাইইউ কালচারাল সোসাইটি কর্তৃক অায়োজিত অাবৃত্তি ও সংবাদপাঠ প্রশিক্ষণ কর্মশালার ১ম ক্লাস। প্রতি বৃহস্পতিবার কর্মশালার ক্লাস অনুষ্ঠিত হবে।
দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, অাবৃত্তির মৌলিক শিক্ষা, ছন্দ, স্বর মাধুর্য, মাইক্রোফোনের ব্যবহার, সংবাদপাঠ এবং সংবাদ বিনির্মাণ, টিভি সাংবাদিকতা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত।
প্রথম দিনে ক্লাস নিবেন “ক্বণন শুদ্ধতম অাবৃত্তি অঙ্গনের প্রতিষ্ঠাতা এবং অাবৃত্তি শিল্পের জীবন্ত কিংবদন্তি খন্দকার মোস্তাক স্যার এবং সমাজ সচেতক কলামিস্ট ও লরেল কালচারাল একাডেমির প্রতিষ্ঠাতা বাচিক শিল্পী মাহবুবা শিউলি ম্যাম।উপস্হিত থাকবেন তরুণ কবি ও লেখক ফারজানা সিকদার।সার্বিক সহযোগীতায় থাকছেন ইংরেজি বিভাগের শিক্ষক এম এ হাসান এবং তাসনিয়া ফারজানা।
বুধবার দুপুর দুইটা পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ:
অাবু হেনা মোস্তাফা কামাল
মোবাইল নাম্বার:01553315035
ইংরেজি বিভাগ।