এম, মনছুর আলম, চকরিয়াঃ
নানীর মৃত্যুর খবর পেয়ে কাজী আমিরুল ইসলাম সিরাত (২১) নামের আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী বাড়ি ফেরার পথে ট্রেনের কাঁটা তারে পড়ে নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যুগ্গাছড়ি এলাকায়।এলাকা জুড়ে নানীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার আগেই মর্মান্তিক দূর্ঘটনায় নিভে গেল শিক্ষার্থীর জীবন।

সোমবার (৩০জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় এঘটনা ঘটে বলে চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূইয়া জানিয়েছেন। তিনি বলন, “ওই শিক্ষার্থী কুমিরা স্টেশনের কাছে সকালে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে।”

জানা যায়, সিরাতের নানার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে। গতরাত তার নানির মৃত্যুর খবর পেয়ে সে চকরিয়া আসার পথে ট্রেনে কাটা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে তার নানার বাড়িতে চলছে শোকের মাতম।

উল্লেখ্য যে, সিরাতের মরহুমা নানি বদরখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম সিকদারের সহধর্মীনি। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ইংরেজি বিভাগের প্রধানসহ শিক্ষার্থীরা এসে সিরাতের লাশ গ্রহণ করেন বলে রেল পুলিশের এক কর্মকর্তা জানান।