শাহেদ মিজান, সিবিএন:
বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে ছোট মহেশখালীর ৫জেলে গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া জলদস্যুদের মারধরে আরো ১৫ জনের বেশি জেলে আহত হয়েছে।  ২৮ জুলাই দুপুর ২টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের রেজাউল করিম মেম্বারের মালিকানাধীন এফ.বি আল মদিনা ট্রলারটি ডাকাতির শিকার হয়।

গুলিবিদ্ধরা হলেন- ছৈয়দ নুর মাঝি, আব্দু জলিল, ছৈয়দ হোছন,শাহেদ, রেজাউল করিম প্রকাশ মনু। মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহত জেলেরা জানান, চিহ্নিত জলদস্যুরা তাদের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাদাঁ দাবী করে। তা দিতে অপারগতা প্রকাশ করায় আমাদের উপর গুলিসহ আরো বেশী অত্যাচার, অস্ত্রের বার্টের আঘাত, দা, কিরিচ ও লোহার রটের আঘাতে ক্ষতবিক্ষত করেছে। শেষ পযর্ন্ত জলদস্যুরা আমাদের কাছ থেকে ২লক্ষ টাকা সহ অন্যান্য জিনিসি পত্র কেড়ে নিয়েছে।

এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।