নিঃশ্বাস

প্রকাশ: ২৮ জুলাই, ২০১৮ ০৮:৪২

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


নয়ন কান্তি দে


সেই তীরে
যেখানেই পাখিরা ঘুরে বেড়ায় সারাক্ষণ
আমি আছি আর কতক্ষণ!

থাকিব না আর বেশিক্ষণ
এই সুন্দর পরিবেশে
যাইবো ছাড়িয়া দুই পাল তুলিয়া
দূরের ঐ নিবিড়ে।

করিনা কারো সাথে দ্বিধাদ্বন্দ্ব
যাতে কেউ বলতে না পারে আমায় মন্দ।

আছে এখন আমার কাছে
যেতে লাগবে না বেশি সময় তাঁর কাছে।

পারিব না নিয়ে যেতে কিছু
রেখে যেতে হবে সব তোদের পিছু।

থাকিবে কিছু স্মৃতি
যাকে নিয়ে করিবি গীতি।

দূর থেকে বসে শুনবো গীতি
যেখানে লিখা থাকবে নিজের সব নীতি।


লেখক পরিচিতি
নয়ন কান্তি দে
সদস্য বাংলাদেশ পুলিশ
প্রাক্তন ছাত্র কক্সবাজার সিটি কলেজ
বর্তমান ছাত্র চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। (বিএসএস)