মুহাম্মদ শাহজাহান, ইউএই থেকে:
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ‘শেখ মুহাম্মদ বিন রাশেদ সংস্কৃতি কেন্দ্রের সার্বিক সহযোগীতায় দুবাইয়ের দেইরা আভিজাত শপিংমল আল গুরাইর সেন্টারে ২৭শে জুলাই শুক্রবার দিনব্যাপি আন্তর্জাতিক ভাষা ও সংস্কৃতি মেলা-২০১৮ অনুষ্টিত হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন দুবাই ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ‘ইসলামিক অ্যাফাইয়ারস এন্ড চ্যারিটেবল একটিভিটিস ডিপার্টমেন্টের দ্বিতীয় গ্রান্ড মুফতি ড মুহাম্মদ ইয়াদা আল খুবাইসি। মেলায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩৫টি ভাষা ও সংস্কৃতি (স্টল)প্রদর্শনী কেন্দ্র অংশ গ্রহণের মাধ্যমে তাদের নিজস্ব সংস্কৃতি প্রদর্শন করেন। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন দুবাই ইন্টারন্যাশনাল সিটি জামে মসজিদের খতিব বিশিষ্ট আরবি সাহিত্যিক ও ফেকাহবিদ ড. মাওলানা আব্দুস সালাম সাঈদ করিম। তিনি বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় উক্ত স্টলে বাঙ্গালী সংস্কৃতি ও বাংলা ভাষার বই দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ’র লেখা বাংলায় অনুবাদিত “আমার স্বপ্ন উৎকর্ষের দৌড়ে নানা চ্যালেঞ্জ”, মুসলিম পারিবারিক আইন ও বিঁধিমালা, ওয়াকফ অধ্যাদেশ ও স্বচিত্র বাংলাদেশসহ বাংলা ভাষার ইতিহাস সম্বলিত বিভিন্ন সাহিত্য ভান্ডার প্রদর্শন করেন। এছাড়াও উক্ত স্টলে প্রবাসী মুহাম্মদ ইছমাঈলের লেখা “প্রবাস উপাখ্যান” ও মুহাম্মদ শাহ জানের সম্পাদনায় “ইতিহাস ঐতিহ্যে টেকনাফ” বইও নজরে পড়ে। উল্লেখ্য যে, উক্ত মেলায় অংশ নেওয়া ৩৫টি স্টলের মধ্যে ১ম পুরষ্কার বিজয়ী হন বাংলাদেশ প্রদর্শনী কেন্দ্র (স্টল)।দ্বিতীয় (২য়) চীন, ৩য় ইথিওপিয়া, ৪র্থ তামিল ও ৫ম স্থান অধিকার করেন মালিয়ালম। বাংলাদেশের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন ড মাওলানা আব্দুস সালাম।