আবু সিদ্দিক ওসমানী :

গত ২৫ জুলাই বুধবার ভোর সাড়ে ৬টায় শহরের ৭নং ওয়ার্ডের বাঁচামিয়ার ঘোনায় পাহাড় ধ্বসে ঘুমন্ত অবস্হায় এবিসি ঘোনা আবুবকর সিদ্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিরর ছাত্রী কাকিয়া আকতার (১০) ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র আবদুল হাই (৮) এর মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয় পরিচালনা কমিটি উদ্যোগে বিদ্যালয়ে ৩ দিনের কর্মসূচী পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, ব্যানার উত্তোলন, শুক্রবার জুমার নামাজে এলাকার সকল মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত, শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল। শোক সভায় প্রধান ও বিশেষ অথিতি হিসাবে উপস্হিত থাকবেন যথাক্রমে পৌরসভার ৭ নং ওয়ার্ডের পূণঃ নির্বাচিত কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ ও ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর জাহেদা আক্তার। শোক সভায় অভিবাবক, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলকে উপস্হিত থাকার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা বেগম অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, ঐদিন পাহাড় ধ্বসে মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেন ও ছেনুয়ারা বেগমের সন্তান মর্জিয়া আক্তার (১৬), খাইরুন্নেছা (৬), উল্লখিত ২জন শিক্ষার্থীসহ ৪ সন্তান মর্মান্তিকভাবে প্রাণ হারায়।