নুরুল হক বুলবুল

প্রতিবছর পুনরায় ভাষা সংগ্রাম দেখি

ফেব্রুয়ারি মাস একুশ তারিখে

দেখি বাংলা মায়ের প্রতিবাদী ছেলের

নিষিদ্ধ মিছিল-স্লোগান ঢাকা মেডিকেল সড়কে ।

মৃত্যুকে হাতে নিয়ে পিঁপড়ের দল বেঁধে

দেখি প্রদীপ্ত স্বপ্নদ্রষ্টা যুবকের ছুটে চলা

প্রাণ যাবে যাক তবুও ভয় নেই

চলবে দাবি আদায়ের মৃত্যু খেলা ।

আমি এখনো স্পষ্ট কানে শুনি

শকুনের সাঁ সাঁ উদ্ধত গুলির আওয়াজ

দেখি রফিক, সালাম, শফিউর, বরকতকে

ভাষার তরে পরতে মরণ তাজ ।

আমি প্রতিবছর বংশালের রাস্তাকে দেখি

তাজা রক্ত গায়ে মাখতে

শহীদের ভায়ের-মায়ের অজস্র ক্রন্দন

শুনি প্রতিটা ফেব্রুয়ারিতে ।

আমার চোখে এখনো নরপশুরা ভাসে

দেখি শহীদের লাশ টেনে নিয়ে যেতে

হৃদয়ে অবিরত রক্তক্ষরণ বুজে আসে চোখ

পারি না আর নৃশংস দৃশ্য সইতে ।

রচনাকাল: ২০ ফেব্রূয়ারি, ২০১৮