স্পোর্টস ডেস্ক:
ঘোষণা করা হয়েছে ২০১৭-১৮ মৌসুমের জন্য ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরষ্কারের জন্য দশজনের সংক্ষিপ্ত তালিকা। এই তালিকায় অনুমিতভাবেই জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসিরা। তবে সবাইকে অবাক করে মনোনয়ন পাওয়া বছরের সেরা দশ খেলোয়াড়ের তালিকা থেকে বাদ পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

ইউরোপিয়ান ক্লাব ফুটবল মাতানো মেসি-রোনালদো এই তালিকায় থাকবেন তা অনুমান করা হয়েছিল আগেই। ক্লাব ফুটবলে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে খারাপ করেননি নেইমারও। তবে মাস তিনেক ইনজুরির কারণে মাঠের বাইরে থাকাতেই মূলত সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা মেলেনি তার।

নেইমার জায়গা না পেলেও পিএসজিতে তার সতীর্থ কাইলিয়ান এমবাপে ঠিকই জায়গা করে নিয়েছেন এই তালিকায়। বিশ্বকাপ জয়ের পাশাপাশি পিএসজির হয়ে ঘরোয়া লিগ জয় করে যোগ্য খেলোয়াড় হিসেবেই জায়গা পেয়েছেন রাশিয়া বিশ্বকাপের উদীয়মান এই খেলোয়াড়।

ফিফা বর্ষসেরা পুরষ্কারের জন্য মনোনীত খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা
১. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ)
২. কেভিন ডি ব্রুয়েন (বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটি)
৩. আন্তোনিও গ্রিজম্যান (ফ্রান্স ও অ্যাতলেটিকো মাদ্রিদ)
৪. এডেন হ্যাজার্ড (বেলজিয়াম ও চেলসি)
৫. হ্যারি কেইন (ইংল্যান্ড ও টটেনহাম হটস্পার)
৬. কাইলিয়ান এমবাপে (ফ্রান্স ও পিএসজি)
৭. লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদ)
৮. মোহাম্মদ সালাহ (মিসর ও লিভারপুল)
৯. রাফায়েল ভারানে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
১০. লিওনেল মেসি (আর্জেন্টিনা ও বার্সেলোনা)