প্রেস বিজ্ঞপ্তি: 

কক্সবাজারের বাচিক শিল্প চর্চার অন্যতম সংগঠন ‘শ্রুতি আবৃত্তি অঙ্গনের ২য় ত্রৈমাসিক কর্মশালার উদ্বোধন হয়েছে।  ২০ জুলাই শুক্রবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক সোমেস্বর চক্রবর্তী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ তমাল, আহমদ ছফা চর্চা পরিষদের সমন্বয়ক কবি মানিক বৈরাগি প্রমূখ।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক সোমেশ্বর বলেন, প্রমিত উচ্চারণ চর্চা হলো মানুষের সুকুমার চর্চা গুলোর একটি। একটি সুন্দর সুস্থ প্রজন্ম পেতে হলে আমাদের এই সুকুমার চর্চা গুলোর আয়োজন ব্যাপক করা দরকার।

শ্রুতি’র সভাপতি এড. প্রতিভা দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ছোটন দাশ।

তিন মাস ব্যাপী ওই কর্মশালায় ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের বিশিষ্ট বাচিক শিল্পীবৃন্দ উপস্থিত থেকে পাঠদান করবেন। প্রমিত উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপন ও কন্ঠস্বর চর্চার উপর প্রশিক্ষণ প্রদান করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।