মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ারুল আযীম বলেন, নাইক্ষ্যংছড়ি বিজিবির আওতাধীন সকল বিওপি ও ক্যাম্পগুলোতে আগামী এক সপ্তাহর মধ্যে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার চারা রোপণ করা হবে। পাশাপাশি বিজিবির পুকুর গুলোতে ও মাছের ফোনা অবমুক্ত করা হবে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় ১১ বিজিবির হেড কোয়ার্টারের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষ রোপনের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- ক্যাপ্টেন জোনায়েদ হোসেন, সুবেদার মেজর আবদুর রহমান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামিম ইকবাল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, সদস্য মোঃ ইউনুছ প্রমুখ।
বৃক্ষরোপণ ও মাছের ফোনা অবমুক্ত করার পর মোনাজাত করেন বিজিবি জামে মসজিদের ইমাম মওলানা ছিদ্দিকুর রহমান।