সিবিএন
কক্সবাজার সদর মডেল থানায় জামায়াত-বিএনপির ৫৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার বিষয়ে পৃথক সংবাদ সম্মেলন ডাক দিয়েছে বিএনপি ও নাগরিক কমিটি।
বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়রপ্রার্থী রফিকুল ইসলামের সংবাদ সম্মেলন আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।
সরওয়ার কামালের নারিকেল গাছ মার্কার পক্ষে বিকাল ৩টায় শহরের তারাবনিয়ারছড়াস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে নাগরিক কমিটি। খবর নিশ্চিত করেছেন নাগরিক কমিটির সভাপতি গোলাম কিবরিয়া।
পৃথক সংবাদ সম্মেলনে প্রার্থী ছাড়াও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কোন ধরণের ঘটনা ছাড়া এবং বিনা উস্কানীতে দুই প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে ব্রিফ করবেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রাস্তায় যানবাহন চলাচলের প্রতিবদ্ধকতা সৃষ্টি ও যানবাহনে আগুন দেয়ার অভিযোগ এনে কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর), জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেলসহ জামায়াত-বিএনপির ৫৭ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এতে ১৫ জন এজাহারনামীয় এবং ৪০/৪২ জনকে অজ্ঞাত আসামী দেখিয়ে কক্সবাজার সদর থানায় মামলাটি করেন এসআই রাশেদুল কবির।