নিজস্ব প্রতিনিধি, পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে করম আলী নামের এক দিনমজুরের পরিবারের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে তার স্ত্রীসহ দুই মেয়ে গুরুতর আহত হয়েছে।

সোমবার (১৬জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন, করম আলীর স্ত্রী রোজিনা আক্তার (৩৫), মেয়ে কমরুন্নেছা (১৫) ও রেশমি আক্তার (১৩)। কমরুন্নেছা রাজাখালী ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ও রোজিনা আক্তার ৭ম শ্রেণীর ছাত্রী।

দিনমজুর করম আলী বলেন, আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় প্রভাবশালী জামাল উদ্দিন প্রকাশ আমেরিকা জামালের। এর জের ধরে সোমবার সন্ধ্যায় তারা বহিরাগত সন্ত্রাসী নিয়ে এ জমিতে টংঘর নির্মাণ চেষ্টা চালায়। এসময় বাধা দিতে গেলে আমাদের উপর হামলা চালানো হয়। দেশীয় অস্ত্র ও দা কিরিচ নিয়ে হামলা চালিয়ে সন্ত্রাসী আমার স্ত্রী সহ দুই মেয়েকে গুরুতর আহত করে।

এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।