সিবিএন:
মানবিক বিপর্যয় প্রতিরোধে পরিবেশ রক্ষায় সক্ষমতা অর্জন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুলাই) কক্সবাজার কলাতলীর তারকামানের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) এর ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর ভূগোলবিদ সরদার শফিকুল আলম।
আলোচনা করেন ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর খন্দকার আয়াজ রব্বানি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর ট্রানজিশন এন্ড রিকভারী বিভাগের প্রধান সংযুক্তা সাহানী, আইওএম এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার সাইফুল তারেক ফুয়াদ, ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাসান মুহাম্মদ আসিফুল হক, গবেষক ফয়সাল বিন ইসলাম প্রমুখ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর অর্থায়নে কর্মশালায় টিভি, অনলাইন, প্রিন্ট মিডিয়াসহ অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করে। দিনব্যাপী কর্মশালায় রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া সামাজিক পরিবেশ কিভাবে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে উম্মুক্ত আলোচনা শেষে করণীয় ঠিক করা হয়।