ইমাম খাইর, সিবিএন:
ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলে বিভক্ত হয়ে খেলার সময় চকরিয়া মাতামুহুরী নদীতে ৫ স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।
নিখোঁজ ছাত্ররা হলো- চকরিয়া গ্রামার স্কুলের স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সাঈদ জওয়াদ অরবিহ, পূণ্য ভট্টাচার্য্য, ফারহান বিন শওকত, আমিনুল ইসলাম এমশাদ এবং এমশাদের ভাই একই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র আফতাফ হোসেন মেহরাব।
শনিবার (১৪ জুলাই) বিকাল ৪ টার দিকে মাতামুহুরী ব্রিজের নীচে (পূর্বপাশে) ঘটনাটি ঘটে।
বিকাল সাড়ে ৫টায় এই রিপোর্ট লিখাকালে তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
স্কুলের শিক্ষক ওমর আলী সিবিএনকে মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন।
খবর নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
তিনি জানান, ব্রাজিল ও আর্জেন্টিনা দলে বিভক্ত হয়ে স্কুলের ছাত্ররা খেলা করছিল। এক পর্যায়ে বল নদীতে পড়ে গেলে আনতে যায় ছাত্ররা। বল আনতে গিয়ে একে একে ৫ জন পানি ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীদের জানানো হয়েছে। প্রশাসনের সহায়তায় নিখোঁজ ৫ ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।