সেলিম উদ্দিন, ঈদগাঁও :  কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার গ্রামীণ সড়ক গুলো ভাগাড়ে পরিণত হয়েছে। সবচেয়ে গুরুত্বপুর্ণ সড়ক নতুন অফিস কৈলাশের ঘোনা-হাফেজখানা সড়কের বাঁশকাটা হতে বাজার পাড়া মসজিদ পর্যন্ত সড়ক একবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অথচ চলতি সালের ২১ জানুয়ারীতে প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে এ সড়কটি সংস্কার কাজের উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তবে কক্সবাজার এলজিইডি সংশ্লিষ্টদের দুর্নীতির কারণে সড়কের এ অবস্থা বলে জানিয়েছে এলাকাবাসি।

সরজমিন গতকাল নতুন অফিস কৈলাশের ঘোনা-হাফেজখানা সড়কের বাঁশকাটা হতে বাজার পাড়া মসজিদ সড়ক ঘুরে দেখা গেছে, প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়কটির হাফেজখানা অংশে বড় বড় গর্ত হয়ে পুরোপুরি ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

এদিকে কক্সবাজার এলজিইডির বাস্তবায়নে আইআরআইডিপি টু প্রকল্পের সড়কটি নামে মাত্র সংস্কার করায় বর্তমানে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ ভিত্তি প্রস্থরের ৬ মাস অতিবাহিত হলেও সড়কগুলো মেরামতের কোন উদ্যোগ নেয়া হয়নি।

স্থানীয় ওয়ার্ড মেম্বার জসিম উদ্দীন বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার দীর্ঘ সময় ধরে সদর উপজেলা প্রকৌশলীর সহায়তায় সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতি করার ফলে সড়ক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্রে জানা গেছে সড়কের বাকি মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে।