রামু সংবাদদাতা:
রামু মরিচ্যা পুরাতন আরকান সড়কে যানবাহন গতিরোধ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের হামলায় চালকসহ ৫জন গুরুতর আহত হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে রামু মরিচ্যা আরকান সড়কের পাইনবাগান এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

রামুর ছারপোকা মালিক সমিতির সাধারণ সম্পাদক অরুণ বড়ুয়া জানিয়েছেন, বুধবার (১১ জুলাই) রাত ৮ টার দিকে একদল মুখোশধারী ডাকাত রামু মরিচ্যা আরকান সড়কের পাইনবাগান এলাকায় উভয় দিক থেকে আসা ১টি ছারপোকা, ২টি সিএনজি ও ১টি টমটম গতিরোধ করে ডাকাতি সংঘটিত করে । এসময় ডাকাতদল নগদ টাকা ও মুঠোফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরো জানান, গাড়ির লাইট নিভিয়ে না দিলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে ছারপোকা চালক তপন বড়ুয়া(৩০), ছারপোকা লাইনম্যান রুহুল আমিন (৪৫) এবং আরো ৩ যাত্রীকে দ্রুত টাকা ও মোবাইলফোন বের করে না দেয়ার অজুহাতে মারধর করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনতা এগিয়ে আসলে ডাকাতদল দ্রুত পাশর্^বর্তী পাহাড়ে পালিয়ে যায় বলে তিনি জানান।