সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যান কক্সবাজার পৌরসভার বৃহত্তর ১০নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেছেন। সোমবার সকাল থেকে দিনব্যাপী বাহারছড়া, মহাজের পাড়া ও হাসপাতাল সড়কসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

এসময় সর্বত্র বিরাজমান সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি এলাকার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ ১০নং ওয়ার্ডেকে একটি আধুনিক ওয়ার্ডে পরিণত করার প্রতিশ্রুতি দেন জননেতা মুজিব। গণসংযোগকালে শত শত নারী-পুরুষের শুভেচ্ছা-ভালবাসায় সিক্ত হন তিনি। পরে কয়েকটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন নৌকা মার্কার মেয়র প্রার্থী।

এসময় মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, নৌকা শুধুমাত্র একটি দলের নয়, দলমত নির্বিশেষে এটি এখন উন্নয়নের প্রতীক, গণমানুষের প্রতীকে পরিনত হয়েছে। সাধারণ ভোটাররা বুঝতে পেরেছেন-এলাকার উন্নয়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। কারন নৌকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া। যিনি বিশ^ব্যাপী উন্নয়নের রুল মডেল এবং মানবিক বাংলাদেশের বিশ^নেত্রী হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তাই পর্যটন নগরীর সার্বিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে ডিজিটাল পৌরসভা বিনির্মানে দলমত নির্বিশেষে ২৫ জুলাই সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাসেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, বাহারছড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম কাজল, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, শাহাজাহান বাপ্পী, নুরুল হুদা মাষ্টার, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জাসদ নেতা মোহাম্মদ হোসাইন মাসু, মাষ্টার নুরুল হক, নুরুল হক কন্ট্রেক্টার, মোহাম্মদ সেলিম বহদ্দার, শামসুল আলম (১), মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ বাদশা, শামসুল আলম (২), সরওয়ার হাসান রাজু, নুরুল আলম, মুসলিম মাষ্টার, আবু ফরেষ্টার, জসিম উদ্দিন কন্ট্রেক্টার, কেরামত আলী, ছৈয়দুল ইসলাম, ফিরোজ আহমদ, জাফর সাদেক রাজু, আবদুল মজিদ সুমন, নজরুল ইসলাম, কামাল উদ্দিন কামাল, নাজিম উদ্দিন, মোশাররফ হোসেন দুলাল, জাফর আলম, মোহাম্মদ সিরাজ মাঝু, মনির আহমদ, আমির হামজা, শফিউল আলম বাহারী, নুরুল ইসলাম, নুরুল আলম পেঠান, আবুল বশর, ওমর ফারুক, শফিকুল ইসলাম কালু, আবুল হোসেন, বাবু, বজল আহমদ, দীপংকর বড়–য়া পিন্টু, ইকবাল মাষ্টার, পৌর আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন ও সমাজসেবক আলহাজ¦ নুরুল ইসলাম নুরু কোম্পানীসহ অসংখ্য সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।