সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের মেধাবী ছাত্র এএইচএম তানভীর এর নৃশংস হত্যার সাথে জড়িত খুনীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার দুপুরের কলেজ প্রাঙ্গণে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী, কলেজ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, তানভীরের প্রতিষ্ঠিত প্রতিভা কোচিং সেন্টারের আইসিটি শিক্ষক ফয়সাল তাওহিদ, প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ আবু হানিফা, কলেজের প্রাক্তন ছাত্র ওয়াইপিটি প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল উদ্দীন ও তানভীরের বড় ভাই ইবনে সিনাসহ অন্যান্যরা।


মানববন্ধনের বক্তারা বলেন, ‘তানভীর ছিলেন একজন মেধাবী ছাত্র এবং একজন ভদ্র ও অমায়িক ছেলে। এলাকায় সবাইকে অনেক ভালোবাসতো। সে ভবিষ্যতে বড় মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দেশকে আলোকিত করতো। তার প্রখর স্বপ্নও ছিলো এটি। তাই তিনি নৌবাহিনীতে যোগ দেয়ার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু চিহ্নিত সন্ত্রাসীরা এমন একজন সম্ভাবনাময়ী ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।’

বক্তারা আরো বলেন, ‘আমরা তানভীরকে আর ফিরে পাবো না। কিন্তু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে তানভীরের আত্মা শান্তি পাবে। পাশাপাশি আর কোনো সম্ভাবনাময়ী তানভীরকে এভাবে অকালে মৃত্যুবরণ করতে হবে না। তাই অবিলম্বে তানভীরের হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেয়ার দাবি জানাই।’