প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলার প্রাক্তন ও বর্তমান দায়িত্বশীলদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই, জুমাবার, বিকালে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সংগঠন সচিব, জেলা নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। তিনি বলেন, সম্প্রতি ন্যায্য অধিকার আদায়ে ছাত্রজনতার চলমান আন্দোলনকে অবদমিত করার অপপ্রয়াসে যে দমন-পীড়ন চলছে তা তীব্র নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরণের নির্যাতন-নিপীড়ন চালিয়ে ছাত্রজনতার প্রতিবাদী কন্ঠকে স্তব্ধ করা যাবেনা।

তিনি বলেন, ন্যায্য অধিকার আদায়ে ছাত্রজনতার শান্তিপূর্ণ ও জনবান্ধব আন্দোলন -সংগ্রামে ইসলামী ছাত্রসমাজের গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। শিক্ষা সংস্কার ও ছাত্রসমস্যা দূরীকরণ ঐতিহ্যবাহী এ সংগঠনের অন্যতম কর্মসূচী। এটিসহ সংগঠনের পাঁচ দফা কর্মসূচীর আলোকে গঠনমূলক তৎপরতা অব্যাহত রাখতে হবে।

উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি সম্মেলনে প্রধান আলোচক ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামু উপজেলার সাবেক সভাপতি মাওলানা শহীদুল্লাহ, মাওলানা খালেদ সাইফী, সাবেক ত্যাগী নেতা মাওলানা হুমায়নু কবির, সাবেক উপজেলা সভাপতি মাওলানা জায়নুল আবেদীন, সহ-সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হামিদ, সাবেক দায়িত্বশীল হাফেজ মুহাম্মদ আমিন, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম, জোয়ারিয়ানালা ইউনিয়ন সভাপতি হাফেজ হেলাল উদ্দীন, রাজারকুল ইউনিয়ন সভাপতি মুহাম্মদ নুরুল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন প্রতিনিধি মুহাম্মদ দেলাওয়ার হোসাইন প্রমুখ।

প্রধান আলোচক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেন, দারুল উলুম দেওবন্দের প্রথম জামানার কৃতি ছাত্র, প্রবাদপ্রতিম আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ রামুভী রহ.সহ বহু ইসলামী ব্যক্তিত্বের পদভারে ধন্য রামুর মাটি ইসলামী ছাত্রসমাজের দূর্জয় ঘাটি। প্রাক্তন-বর্তমান নেতা-কর্মীদের প্রীতি সম্মেলন সংগঠনের অগ্রযাত্রাকে বেগবান করবে। অনুষ্ঠান শেষে মরহুম মাওলানা আব্দুচ্ছালাম কুদছী রহ. এর রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।