তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওষুধ বিক্রির অপরাধে দীপক দাশ (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত আজ শনিবার (৭ জুলাই) সকালে পাচঁলাইশ থানার গ্রীনভ্যালী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দীপক দাশ গ্রীনভ্যালী মেডিসিন কর্ণারের মালিক। তিনি সাতকানিয়া উপজেলার পশ্চিম নলুয়া এলাকার ব্রজেন্দ্র দাশের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অসাধু চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের যোগসাজসে এসব ওষুধ বিক্রি করেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের সূত্র।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাঁচলাইশ থানার গ্রীনভ্যালী আবাসিক এলাকা থেকে বিপুল সরকারি ওষুধসহ দীপক দাশকে গ্রেফতার করেছি। তিনি হাসপাতালের জন্য বরাদ্দ করা বিনামুল্যের ওষুধ বিক্রি করছে জেনে তার ফার্মেসীতে অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়। জব্দ হওয়া ওষুধের মধ্যে রয়েছে প্রোাসাই ক্লিডিন হাইড্রোক্লোরাইড ইনজেকশন, সেফরাডিন ক্যাপসুল, ওমেপ্রাজল ক্যাপসুল, হিপনোফাস্ট, ইজেকশন, নোবেসিট, ইটোরেক, কনসুকন ও ডিজমা। এসব ওষুধের গায়ে ‘সরকারি সম্পত্তি ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ’ লেখা আছে বলেও জানান হুমায়ুন কবির। তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া দীপক দাশ এসব ওষুধ কীভাবে পান সে সম্পর্কে বেশকিছু তথ্য দিয়েছেন। কাওছার হোসেন নামের এক হাসপাতাল কর্মচারী তাকে এসব ওষুধ সরবরাহ করেন বলে জানিয়েছেন।কাওছার ও জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলবে বলেও জানান তিনি।