প্রেস বিজ্ঞপ্তি:
১১ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি আহুত আগামী ২২ জুলাইয়ের পরিবহণ ধর্মঘটের প্রতি একাত্মতা ঘোষণা করেছে কক্সবাজার জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নভূক্ত কক্সবাজার জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ২১২৯) ও কক্সবাজার জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ২৭৭৫) নামের দুই শ্রমিক সংগঠন। আজ শুক্রবার সকালে নিজ নিজ কার্যালয়ে দুই সংগঠনের পৃথক বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
কক্সবাজার জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেফাইতুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আগামী ২২ জুলাইয়ের পরিবহণ ধর্মঘটের প্রতি একাত্মতা ঘোষণা করে কক্সবাজারেও ধর্মঘট কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। শহরের বাজারঘাটাস্থ নিজস্ব  কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর, সহ-সভাপতি আহমদউল্লাহ ও আলম খোরশেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বদি, সহ- সম্পাদক নুরুল আজিম, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আকবর, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, অফিস সম্পাদক মো. মোস্তাক আহমদ, কার্যকরী সদস্য আবুল হোছেন, সদস্য বাহাদুর মিয়া, আবদুল হাকিম লুতু ও মো. নোমান প্রমূখ।
১১ দফা দাবিতে ২২ জুলাইয়ে ডাকা ধর্মঘটের প্রতি একাত্মতা ঘোষণা করে কক্সবাজার জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভা শুক্রবার সকালে শহরের বাজারঘাটাস্থ নিজ কার্যালয়ে সংগঠনের সভাপতি ছালামতউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক নেছারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাফর আলম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. সাদেক, অর্থ সম্পাদক নবী হোছন, সদস্য রেজাউল করিম ও আবুল কালাম প্রমূখ। সভায় ধর্মঘট কর্মসূচি যেকোন মূল্যে পালনের জন্য শ্রমিকদের প্রতি আহবান জানানো হয়।