প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পৌর সভাপতি  মাওলানা জাহেদুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকল্পে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা ও সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে এক যৌথসভা মাওঃ এআরএম ফরিদুল আলমের সভাপতিত্বে ও আন্দোলনের জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারী প্রভাষক রাশেদ আনোয়ারের পরিচালনায় আজ ৩রা জুলাই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন কক্সবাজার শহরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব পর্যটন শহর এবং একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলাই ইসলামী আন্দোলনের অঙ্গীকার। নেতৃবৃন্দ বলেন দেশের অপরাপর নির্বাচনে শান্তিপ্রিয় সর্বসাধারণ হাতপাখা প্রতিকে ভোট দিয়ে যেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শকে বেছে নিচ্ছেন কক্সবাজার পৌর নির্বাচনে ও তার ধারাবাহিকতা রক্ষা হবে।পর্যটন নগরীর নাগরিক সমাজ হাতপাখাকেই পৌরবাসীর মুক্তির প্রতিক হিসেবে গণ্য করবেন ইনশআল্লাহ। এ সময় ১১নং ওয়ার্ড থেকে আন্দোলন সমর্থিত কমিশনার পদপ্রার্থী নুর মোহাম্মদ মাঝুর নির্বাচন পরিচালনা কমিটি ও গঠন করা হয়। সভায় আন্দোলনের জেলা সভাপতি মাওঃ মোহাম্মদ আলীকে আহবায়ক, যথাক্রমে মাওঃ মোহাম্মদ শোয়াইব, প্রভাষক রাশেদ আনোয়ার, আব্দুর রউফ লাভলু, মাওঃ আমীর আহমদকে যুগ্ন আহবায়ক, দ্বীনি সংগঠনের জেলা সদর আলহাজ্ব বদিউল আলমকে সমন্বয়কারী, ও মাওঃ কামাল উদ্দিনকে যুগ্ন সমন্বয়কারী, আলহাজ্ব হাবিবুর রহমান কন্ট্রাকটারকে অর্থ সমন্বয়কারী, মাওঃ ফরিদুল আলমকে প্রচার প্রকাশনা সমন্বয়কারী করে হাতপাখার পক্ষে নির্বাচন পরিচালনা করার জন্য ১১৭ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আগামী ৫ জুলাই নির্বাচন পরিচালনা কমিটির পরবর্তী সভার তারিখ ঘোষণা করা হয় এতে সংগঠনের সকল সহযোগী সংগঠনের উর্ধ্বতন দায়িত্বশীলদেরকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।