cbn  
মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী হিসেবে মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই জসিম উদ্দিন শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। গত ২৮ জুন বৃহস্পতিবার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের উদ্যোগে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মে মাসে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী নির্বাচিত হওয়ায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর কাছ থেকে ‘স্বীকৃতি স্মারক’ গ্রহণ করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই মোঃ জসিম উদ্দিন।
গত দুই মাস আগে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে যোগদান করেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সন্তান উদীয়মান এ পুলিশ কর্মকর্তা। অন্যান্য থানায় কর্মরত থাকার পর ইতিপূর্বে তিনি সিলেট মেট্রোপলিটনের সদর থানায় দায়িত্ব পালন করছিলেন। ওখানেও শ্রেষ্ঠত্ব অর্জন করায় পরপর দু’বার পুলিশ কমিশনের কাছ থেকে পুরস্কার লাভ করেন।
হাইওয়ে পুলিশে প্রথম যোগদান করে দু’মাসে এটি বড় অর্জন এবং এ পুরষ্কার দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিল বলে জানান মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জসিম উদ্দিন।
  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •