আকতার নুর

না না আমি বিচার চাইনা, চাইনা খুনির মৃত্যুদণ্ড;
লাশ এখানে পরিসংখ্যান, কিংবা কোন কীটপতঙ্গ!
না না আমার দু’চোখ জুড়ে অশ্রুও নেই, নেই হাহাকার;
আমরা এখন জড় সবাই, বন্য সবাই সেই কবেকার!
বিপ্লবী সেই জাতিসত্ত্বার মৃত্যু হলো শশ্মান পুড়ে;
হিপলোভী এক অন্তরাত্মার স্রোত চলছে নগর জুড়ে!

খুন হয়েছে আরেক যুবক, বলছো সবাই মাতম করে;
খুনির বিচার চাইছো সবে, ভার্চুয়ালের জগৎ জুড়ে!

খুন হয়েছে যুবকটি হায়, পাড়ার প্রিয় মুখটি সবার;
খুন হবে তা নিয়ম এখন, কেনো মিছে এই হাহাকার!
খুন হয়েছে বিচারালয়, খুন হয়েছে গণতন্ত্র-ভোটাধিকার;
খুন হয়েছে সুশীল বিবেক, খুন হয়েছে সব অধিকার!
মনের জায়নামাজে বসে তখন কেবল তসবি জপলে;
মনের ভেতর ভয়ের স্রোতে অাকুল হয়ে সাতার কাটলে!

দ্রোহের রক্ত যখন তোমার শিরায় শিরায় মিছিল করে;
পোষ মানালে আগুন শিখা খুব যতনেই ধীরে ধীরে!
দোহায় রাঙা জীবন তোমার আগলে রাখো সেল্ফি-বন্দী;
জেনে-শুনেই অনাচারের সঙ্গে করছো নিত্য-সন্ধী!
তোমার ভালা থাকাই যখন মুখ্য হলো আপনার কাছে;
আলোর প্রদীপ ন্যায়-নীতিরা কেমন করে রবে বেঁচে!

উট-পাখিদের মতো করে মাটির ভেতর মুখ লুকিয়ে;
মাঝে মাঝে ভার্চুয়ালে এক-আধটু আওয়াজ দিয়ে-
হারিয়ে যাও আবারো সেই লোক দেখানো জগৎ জুড়ে;
এথায় সবই খুন হয়ে যায়; লাশ হয়ে যায় একেক করে!

আর কত হায় এই হাহাকার, আর কত যে অশ্রুধারা;
দ্রোহ-শিখার মিছিল হয়ে নামো এবার বাঁধন হারা!
মুহুর্মুহু রক্তরাগের স্লোগান ধরেই হোক প্রতিবাদ;
ঘুচাও বন্ধু মনের আঁধার, কাপুরুষের সেই অপবাদ!

স্বাধীনতার সুফল যেনো হোচট্ না খায় মাঝপথে আজ;
ওহে তরুণ, ওহে যুবা, ফের করো আজ রাজপথে রাজ!