হাফিজুল ইসলাম চৌধুরী ;
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের উচ্চবিদ্যালয় মার্কেটের একটি দোকান থেকে ২৩ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। বুধবার রাতে জব্দ করার পর এসব সার স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর উপপরিদর্শক (এসআই) মনজুর আলম বলেন, দোকানদার গুরা মিয়ার সার রাখার লাইসেন্স নেই। ইউএনওর নির্দেশে অভিযান চালিয়ে অবৈধ ২৩ বস্তা সার জব্দ করে ইউপি সদস্য নুরুল আলমের জিম্মায় দেওয়া হয়েছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুর রহমান বৃহস্পতিবার দুপুরে বলেন, জব্দকৃত সারের ব্যাপারে তদন্ত চলছে। ইতোমধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের অভিযোগ- গুরা মিয়া এর আগেও সার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিল। সে অবৈধভাবে সার বিক্রির পাশাপাশি কৌশলে মিয়ানমারেও পাচার করে থাকেন। তাঁর এসব কর্মকান্ডে সহযোগিতা করেন গর্জনিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা উত্তম কুমার চৌধুরী।