সংবাদ বিজ্ঞপ্তি :

বর্ণিল আয়োজনে পর্যটনসেবী সংগঠন ফেডারেশন অব কক্সবাজার ট্যুরিজম সার্ভিসেস এসোসিয়েশন অব বাংলাদেশ এর অভিষেক অনুষ্ঠান, শপথ পাঠ ও ঈদপুণর্মিলনী উৎসব সম্পন্ন হয়েছে। ২৭ জুন বুধবার রাতে হোটেল সীগালের হল রুমে সংগঠনের সভাপতি মাসুম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদপুণর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ড. এ,কে,এম ইকবাল হোসেন, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল আফসার, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী লে. কর্নেল আনোয়ার হোসেন, কাস্টম এন্ড ভ্যাট এক্সাইজের বিভাগীয় কমিশনার কামরুল ইসলাম।

টুয়াক’র উপদেষ্টা ও সংগঠনের নির্বাহী সদস্য মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশন অব কক্সবাজার ট্যুরিজম সার্ভিসেস এসোসিয়েশন অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেডারেশন অব কক্সবাজার ট্যুরিজম সার্ভিসেস এসোসিয়েশন অব বাংলাদেশ’র সহ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, সহ-সভাপতি রাজা শাহ আলম, ওমর সুলতান ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী। অনুষ্ঠানে বক্তরা বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পকে আন্তর্জাতিকমানের উন্নীতকরণে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা দরকার। স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে নিতে হবে পর্যটনকে।

বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদের সদিচ্ছায় পর্যটন এগিয়েছে। পর্যটন শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনের একটি প্রধান খাত হতে পারে। হতে পারে কক্সবাজারের অর্থনীতির সমৃদ্ধির মূল উৎস। তাই প্রশাসন, পুলিশ, রাজনীতিবিদ, সামাজিক নেতৃবৃন্দের সাথে কাধেঁ কাধঁ মিলিয়ে পর্যটন শিল্প বিকাশে কাজ করার মহৎ উদ্দেশ্যে ফেডারেশন অব কক্সবাজার ট্যুরিজম সার্ভিসেস এসোসিয়েশন অব বাংলাদেশ’র যাত্রা লাভ করে।

এর আগে সংগঠনের নব নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার মোঃ শাহজাহান। শপথ অনুষ্ঠানে অংশ নেন

সভাপতি কক্সবাজার হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের হোটেল সীগালের স্বত্ত্বাধিকারি মাসুম ইকবাল সভাপতি, সাধারণ সম্পাদক হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ডায়মন্ড প্যালেস গেষ্ট হাউজ এর স্বত্ত্বাধিকারি আবুল কাসেম সিকদার। সহ-সভাপতি কক্সবাজার হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল এর স্বত্ত্বাধিকারি রাজা শাহ আলম চৌধুরী, সহ-সভাপতি রেস্তোরা মালিক সমিতির নবান্ন রেস্তোরার স্বত্ত্বাধিকারি নঈমুল হক টুটুল, সহ-সভাপতি হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতির সভাপতি জিয়া গেষ্ট হাউজের স্বত্ত্বাধিকারি আলহাজ্ব্ ওমর সুলতান, যুগ্ন সাধারণ সম্পাদক এন্জেল ট্যুরিজম এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারি ও টুয়াকের সাধারণ সম্পাদক আসাফ উদ্ দৌলা (আশেক), যুগ্ন সাধারণ সম্পাদক ওয়েল পার্ক রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সেলিম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক জিয়া গেষ্ট ইনের স্বত্ত্বাধিকারি আলহাজ্ব শফিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সী টাউন রিসোর্টের স্বত্ত্বাধিকারি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক হোটেল নিশীথার স্বত্বাধিকারি আলহাজ্ব সিরাজুল হক, সহ অর্থ সম্পাদক ফ্রেশ ইন রেস্তোরার স্বত্বাধিকারি আলহাজ্ব মোহাম্মদ শফি, পর্যটন বিষয়ক সম্পাদক ঝাউবন রেস্তোরার স্বত্ত্বাধিকারি মুহাম্মদ আলী, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ট্রাভেল কেয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারি ও টুয়াক ফাউন্ডার চেয়ারম্যান এম.এ হাসিব বাদল, যুগ্ন শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ব্লু বে রিসোর্ট এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারি ও সৈকত রিসোর্ট এন্ড কটেজ মালিক সমিতির সভাপতি মোঃ আবু হানিফ, দপ্তর সম্পাদক সী হোম কটেজের স্বত্বাধিকারি ও সৈকত রিসোর্ট এন্ড কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক শরাফাত উল্লাহ্ সিকদার বাবুল, সহ দপ্তর সম্পাদক বৈশাখি রেস্তোরার স্বত্বাধিকারি কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাঙ্গাবালী ট্যুরস এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারি ও টুয়াক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার কামাল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হানিমুন রিসোর্টের স্বত্বাধিকারি সরওয়ার কামাল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক পউষী হোটেল এন্ড রেস্তোরার স্বতা¡ধিকারি আবু বাকের সিদ্দিক। কার্য নির্বাহী সদস্যগণ যথাক্রমে- হোটেল সী ক্রাউন এর ব্যবস্থাপনা পরিচালক এস এম সাঈদ হক, সী ইন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার চেয়ারম্যান, সী এনজেল রিসোর্টের স্বত্বাধিকারি সিরাজুল ইসলাম, সী গ্রেট এন্টারটেইনমেন্ট এর স্বত্বাধিকারি ও টুয়াক উপদেষ্টা মফিজুর রহমান, হোটেল মিশুকের স্বত্বাধিকারি বদরুজ্জামান, হোটেল দি কক্স টু ডে’র পরিচালক সাখাওয়াত হোসেন, ওশান প্যারাডাইসের পরিচালক আবদুল কাদের মিশুক, বে অব বেঙ্গল গ্রুপ ট্যুরিজমের স্বত্বাধিকারি ও টুয়াক সভাপতি তোফায়েল আহমেদ, আর এম গেষ্টহাউজ এর স্বত্বাধিকারি এম.এম নুরুচ্ছফা, হোটেল সী কুইনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাহেদুল ইসলাম, হোটেল সাগরগাঁও এর ব্যবস্থাপনা পরিচালক শাহেদুল ইসলাম শাহেদ, সাগর বিলাস কটেজের স্বত্বাধিকারি রাশেদুল ইসলাম ডালিম, রাজধানী রেস্তোরার স্বত্বাধিকারি রফিকুল কাদের ও আল গনি রেস্তোরার স্বত্বাধিকারি রুবেল উদ্দিন।