ইমরান হোসাইন, পেকুয়া:

পেকুয়ায় ১০দিন ধরে থেকে নিখোঁজ কুলসুমা বেগম নামের ৫ম শ্রেনীর এক স্কুলছাত্রী। সে মগনামা ইউনিয়নের দরদীঘোনা এলাকার নুরুল ইসলামের কন্যা ও হাসেন হানা আনন্দ স্কুলের ৫ম শ্রেনীর ছাত্রী।  বুধবার (২৬জুন) এব্যাপারে পেকুয়া থানার সাধারণ ডায়েরি দায়ের করেছেন নিখোঁজের ছাত্রীর পিতা নুরুল ইসলাম।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ইদুল ফিতরের দিন সকাল ১১টায় বের হয়ে অদ্যবধি বাড়ি ফিরেনি সে। পেকুয়া সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার নানার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। একই রাতে খোঁজ নিয়ে জানতে পারি সে নানার বাড়ি যায়নি। এরপর থেকে সকল আত্বীয়ের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি। সর্বশেষ তার খোঁজ না মেলায় বুধবার পেকুয়া থানায় নিখোঁজ ডায়েরী লিপিবদ্ধ করা হয়।

নিখোঁজের পিতা নুরুল ইসলাম বলেন, আমার মেয়ে কুলসুমা নিয়মিতভাবে সুন্দর চলাফেরা করতো। কারো সাথে আমার বা আমার পরিবারের সদস্যদের কোন ধরণের শত্রুতা নেই। আমি খুব অসহায় মানুষ। সবার সহযোগিতায় আমার মেয়ে ফিরে পাবার
আশা করছি।