মো. নুরুল করিম আরমান, লামা:

বান্দরবানের লামা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন। পাহাড়ি জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নজির আহমদ (৫০), আবুল হাসেম (৭৫), জাহেদা বেগম (৩৭), নাছিমা আক্তার (২০), নুরুল আলম বুলেট (৩৭), হাবিবা জান্নাত (২৭), গোলাম শরীফ (৩৫) ও নুর বানু (২৮)।

স্থানীয় সূত্র জানায়, নলবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আবদুল জলিলের ছেলে আবুল হাসেমের সঙ্গে একই এলাকার আবদুর রহমানের ছেলে গোলাম কাদেরের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগও করেন। এক পর্যায়ে বুধবার বেলা ১১টার দিকে গোলাম কাদের, গোলাম শরীফ ও নুরুল আলম বুলেটসহ অন্যরা বিরোধীয় জমিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে নারীসহ ৮জন আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত নজির আহমদ মুঠোফোনে বলেন, সরকার কর্তৃক বন্দোবস্তি প্রাপ্ত হয়ে চার একর জমির ওপর বসতঘর নির্মাণসহ ফলজ বনজ বাগান সৃজন করে চল্লিশ বছর যাবৎ ভোগ করে আসছিলাম। সম্প্রতি ওই জমির ওপর পাশের গোলাম কাদেরের লোলুপ দৃষ্টি পড়ে। তারা জমি দখলে নিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে জবর দখলের অপচেষ্টা চালায়। এতে না পেরে আমাদের ওপর হামলা চালায় এবং আমার ছেলে জাকের হোসেন (১২)কে নিয়ে যায়। এদিকে অভিযোগ অস্বীকার করে গোলাম কাদের জানান, আমি আমার বাগানে গেলে নজির আহমদগং আমাদের ওপর হামলা করেন। এ বিষয়ে লামার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।