শাহেদ মিজান, সিবিএন:
মো. শাকের (৩৩) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ১৫ বছরের স্বশ্রম কারাদন্ড দিয়েছে কক্সবাজার অতিরিক্ত জেলা জজ আদালত।  মঙ্গলবার বেলা আড়াইটায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম ওই রায় দেন। সাজাপ্রাপ্ত শাকের টেকনাফ উপজেলার সাবরং উপজেলার খয়রাতি পাড়ার আবুল কালাম আজাদের ছেলে।
আদালত সূত্র জানায়, শাকের ২০১৫ সালের ৩০ মে ১৮ হাজার ইয়াবা ও ১৬ হাজার ৭৪০ টাকাসহ বসতবাড়ি থেকে আটক হয়। ওই মামলায় ২৩ জুন শাকেরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। কিন্তু অভিযুক্ত শাকের জামিন বের হওয়ার পর আর আদালতে হাজির হয়নি। ওই মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে আসামীর অনুপস্থিতিতে আদালত ওই রায় ঘোষনা করেন।
কক্সবাজার অতিরিক্ত জেলা জজ আদালতের এপিপি সুলতানুল আলম বলেন, ইয়াবা মামলায় এটি সর্বোচ্চ সাজা। এমন দৃষ্টান্ত মূলক সাজা হলে মাদক পাচার কিছুটা হলেও কমবে।