প্রেস বিজ্ঞপ্তি :

গত ২৪ মে উখিয়ার পূর্বরতœা গ্রামে ক্রিকেট খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্র ও এতিম রিপন বড়–য়া আটক এবং পরবর্তী জামিনে মুক্ত হয়ে থানায় রিকল জমা দিয়ে ফেরার পথে ৩০ মে পুনরায় সন্ত্রাসী হামলার শিকার হয়। এ ঘটনায় কলেজ ছাত্র রিপন বড়–য়ার থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে গত ১ জুন একাধিক পত্রিকায় ও অনলাইন সংবাদ মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের ২০দিন পর উখিয়া থানার মুন্সী দাবীদার মামলাবাজ শিশু বড়–য়া সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে আদালতে হয়রানিমূলক একটি মিথ্যা মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জকে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল পূর্বক মামলাটি প্রত্যাহারের জোর দাবী সহকারে তীব্র নিন্দা জানিয়েছেন উখিয়া উপজেলা পেশাজীবি সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, উখিয়া উপজেলা পেশাজীবি সমন্বয় পরিষদের সভাপতি, জাতীয় দৈনিক ভোরের কাগজ, ইংরেজী দৈনিক দি এশিয়ান এইজের উখিয়া প্রতিনিধি, সকালের কক্সবাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার ও উখিয়া সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং উখিয়া প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, পেশাজীবি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক আমাদের সময় ও দৈনিক হিমছড়ি’র উখিয়া প্রতিনিধি, সিএসবি ২৪ ডটকম সম্পাদক পলাশ বড়–য়া সহ সিএসবি ২৪ ডটকম এর বার্তা সম্পাদক অঞ্জন বড়–য়ার বিরুদ্ধে গত ২০ জুন আদালতে মিথ্যা তথ্য দিয়ে সাজানো বানোয়াট মামলা দায়ের করে রতœাপালং ইউনিয়নের জনৈক শিশু বড়–য়া।

বিবৃতিদাতারা হলেন, উখিয়া উপজেলা পেশাজীবি সমন্বয় পরিষদের সহ-সভাপতি নুরুল কবির মেম্বার, সাধারণ সম্পাদক- জহির আহমদ, সাংগঠনিক সম্পাদক- জসিম উদ্দিন, অর্থ সম্পাদক শাহ আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কবির আহমদ, সদস্য- আবু বক্কর ছিদ্দিক, জসিম আজাদ, বেলাল উদ্দিন, মোহাম্মদ হাশেম, শামশুল আলম, সাইফুল ইসলাম, মো: আমিন খলিবা, ডা: মাহমুদুল হক, সাহাব উদ্দিন, আহমদ শরীফ, শরীফ আজাদ, সোহেল চৌধুরী, ইউপি সদস্য শামশুন নাহার।