প্রেস বিজ্ঞপ্তি :

আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসন (৭, ৮ ও ৯নং ওয়ার্ডে) মনোনয়নপত্র দাখিল করেছেন সাংবাদিক বলরাম দাশের সহধর্মীতি সুমা দাশ। রবিবার বিকেলে কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটানির্ং কর্মকর্র্তা ও জেলা নির্বাচন অফিসার মোঃ মোজাম্মেল হোসেনের হাতে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থী সুমা দাশ। এসময় উপস্থিত ছিলেন বৈদ্যঘোনা এলাকার মুরব্বী নুরুন্নবী বাবুর্চী, বৌদ্ধ মন্দির সড়ক এলাকার ব্যবসায়ী কৃষ্ট চন্দ্র দাশ, ৯নং ওয়ার্ডের কবরস্থান সড়কের কাজল দাশ, প্রার্থী সুমা দাশের স্বামী সাংবাদিক বলরাম দাশ অনুপম। নির্বাচন কমিশনের নিয়ম মেনে মনোনয়নপত্র দাখিলে সময় প্রার্থীসহ ৫ জন ব্যক্তি উপস্থিত থাকলেও নির্বাচন অফিসের বাইরে ছিল সুমা দাশের কর্মী সমর্থকরা। মনোনয়নপত্র দাখিলের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সুমা দাশ বলেন-আমি প্রার্থী হয়েছি সেই মনমানসিকতা নিয়ে। যেই মন মানসিকতা রয়েছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে একজন জনপ্রতিনিধি কখনো মনিব হতে পারে না, তাকে জনগণের ভৃত্য হিসেবে কাজ করতে হয়। সুমা দাশ বলেন-আমার ভোট করার পেছনে একটাই প্রধান উদ্দেশ্যে মানুষের সেবা করার মনমানসিকতা। কারণ আমি মনে করি আমরা প্রাণের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সকল ধর্মের ও বর্ণের মানুষ হলো মনিব। পরে সুমা দাশ তার মনোনয়ন দাখিল ও পরবর্তী সকল কার্যক্রমের জন্য সকলের কাছে সকল ধর্ম বর্ণের মানুষের মাঝে আর্শিবাদ ও দোয়া কামনা করেন যাতে করে সে শেষ পর্যন্ত নির্বাচনে থেকে জনগণের রায় নিয়ে একটি সুন্দর সমাজ ও ওয়ার্ড গড়ে তুলতে পারে।