হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

সেন্টমার্টিনদ্বীপে যুবলীগের সভাপতির উপর হামলা চালিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে হামলার শিকার সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার কামাল বাদী হয়ে ২৪ জুন রাতে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। এতে ৭জনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন সেন্টমার্টিনদ্বীপ মাঝেরপাড়া মৃত আবুল কালামের পুত্র আতাউর রহমান (২৫), ছিদ্দিকুর রহমানের পুত্র মোঃ আবদুল্লাহ (২৬), নুরুল হকের পুত্র নাসির উদ্দিন (২৫), মৃত আবুল কালামের পুত্র বাহার উদ্দিন (২৭), সুনা মিয়ার পুত্র ছৈয়দ আলম (২৭), পশ্চিমপাড়া মৃত আলী হোছনের পুত্র আবদুল্লাহ (২৮), পুর্বপাড়া নুরুল আমিনের পুত্র আবুল বশর (২৪)। এদিকে হামলা ও ছিনতাই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সেন্টমার্টিনে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ ও স্থানীয় জনতা। সেন্টমার্টিনদ্বীপের পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

সেন্টমার্টিনদ্বীপ পশ্চিমপাড়া আবদুর রহমানের পুত্র হামলার শিকার সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার কামাল বলেন, ‘আমি সেন্টমার্টিনদ্বীপে আকিজ গ্রুপের পরিবেশক হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আমার বড় ভাই ওসমান গণির মোবাইল চুরির বিষয় নিয়ে অভিযুক্তদের সাথে বিরোধ চলে আসছিল। ২২ জুন বিকালে ট্রলারের মাঝিকে আকিজ গ্রুপের মালামালের টাকা দিতে আমি বাড়ি থেকে নিজস্ব মোটর সাইকেল যোগে সেন্টমার্টিন বাজারে হোটেল স্বপ্ন বিলাসের সামনে পৌছলে অভিযুক্তরা রড, দা, ছুরি, লাঠি নিয়ে হামলা চালায়। আমাকে মারধর করে তারা আকিজ গ্রুপের নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্তরা আমাকে প্রাণনাশের জন্য এ হামলা চালিয়েছে। ঘটনার পরেও তারা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। অভিযুক্তরা চাঁদাবাজ, বখাটে ও মাদকসেবী’।