ইমরান হোসাইন, পেকুয়া:

পেকুয়ায় ১৭জন জুয়াড়িকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩জুন) সন্ধ্যায় পেকুয়া উপলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবউল করিমের আদালত এ অর্থদণ্ড দেন। আদালত প্রতি জুয়াড়িকে  পাঁচশ টাকা করে জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকার কালু মাঝির ছেলে জাকির হোসেন, মোহাম্মদের পুত্র ইউসুফ, ওসমান গণির ছেলে শফি আলম, মোঃ কালুর ছেলে জামাল, মাঝির পাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে আলমগির, সরওয়ার কামালের ছেলে সুলতানুল আরেফিন, আব্দু রহমানের ছেলে মিজানুর রহমান, আলমগিরের ছেলে রুবেল, মৃত মোঃ ইউসুফের ছেলে মোঃ মনির, সাবের আহমদের ছেলে কামাল হোসেন,
চকরিয়া হালকাকারা এলাকার মনসুর আহমদের ছেলে ইয়াসিন আরাফাত, হারুন মাতবর পাড়া এলাকার জহির আহমদের ছেলে এনামুল হক, মৌলভী পাড়া এলাকার মৃত সালাহ উদ্দিনের ছেলে নবী হোসেন, তাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম, মৃত জেবর মুল্লুকের ছেলে মোঃ হোছেন, বহদ্দার পাড়া এলাকার মৃত গোলাম শরিফের ছেলে মকছুদ ও হারঘর পাড়া এলাকার আহমদের ছেলে আনছার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ১৭ জুয়াড়িকে হাতেনাতে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে পাঁচশত টাকা করে অর্থদণ্ড
প্রদান করে।