ছবিটি কোন সিনেমার দৃশ্য নয়,নয় কোন  কৌতুকের অভিনয়! এটি কক্সবাজার সদরের এক সময়ের ভিআইপি সড়ক ঈদগাঁও আলমাছিয়া রাস্তাটি এখন জলমগ্ন ও মিনি পুকুরে পরিনত হয়েছে।চলাচলে অযোগ্য হয়ে পড়ছে বহুদিন আগে।সময়ের কারনে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে এখানকার অর্ধ লক্ষাধিক জনগনকে।

নিয়মিত ঘটছে ছোটখাট দুর্ঘটনা। সংশ্লিষ্টদের আন্তরিকতার অভাবে সড়কটি মৃত্যু কুপে পরিনত হচ্ছে দিন দিন।হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীরা পড়ছে চরম বেকায়দায়। সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ( এলজিআরডির)আওতাধীন হওয়ায় জনপ্রতিনিধিরাও কোন ব্যবস্থা নিতে পারছে না।

জানা গেছে, কক্সবাজার জেলায় যোগাযোগ ব্যবস্থার জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, এ বরাদ্দের একটি অংশ আলমাছিয়া সড়কে ব্যয় করতে সংশ্লিষ্টদের হস্থক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
——–ছবি ও ক্যাপশন= শাহিদ মোস্তফা শাহিদ।