বিদেশ ডেস্ক:

ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন ১৪ জন নতুন সদস্যকে আটকের ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির খবরে নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, দেশটির আসন্ন নির্বাচনে হামলার পরিকল্পনা ছিল ওই সন্দেহভাজন জঙ্গিদের। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কে বেড়েছে ইসলামিক ষ্টেট-আইএস জঙ্গিদের প্রভাব। গত কয়েক বছরে দেশটিতে বেশকিছু হামলা পরিচালনা করেছে আইএস।২০১৭ সালে নতুন বছর উদযাপন উৎসবের দিনে একটি নৈশ ক্লাবের হামলায় বহু মানুষ হতাহত হয়। রবিবার তুরস্কের জনগণ প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচনে ভোট দেবেন, তার কয়েকদিন আগে নতুন করে হামলা হয়।
আনাদুলো জানিয়েছে, শুক্রবার সকালে তুরস্কের রাজধানী আঙ্কারায় পরপর কয়েকটি অতর্কিত অভিযান চালিয়ে ১৪জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তবে ওই অভিযানে কি ধরনের জিনিষ বা উপাদান আটক করা হয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।