এম মনছুর আলম, চকরিয়া:

চকরিয়া প্রেসক্লাবের বর্তমান পরিষদের সর্বশেষ বার্ষিক সাধারণ সভা ২৩জুন ১৮ইং শুক্রবার বিকাল ৩ টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল মজিদের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য এম মনছুর আলমের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেস ক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা এসএম সিরাজুল হক, সাবেক সভাপতি এম আর মাহমুদ, সাবেক সভাপতি এম জাহেদ চৌধুরী, আজীবন দাতা সদস্য রতন কুমার সুশীল, আজীবন দাতা সদস্য ও মা শিশু জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকরিয়া, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিক আহমদ, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, সাবেক সিনিয়র সহসভাপতি এমএইচ আরমান চৌধুরী, সহসভাপতি জহিরুল আলম সাগর, সহসাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, সাবেক সহসাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিএম হাবিব উল্লাহ, ক্রীড়া সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক এসএম হান্নান শাহ, নির্বাহী সদস্য আবদুল মতিন চৌধুরী, সদস্য মোস্তফা কামাল, জহিরুল ইসলাম, এম আলী হোসেন, জিয়াউদ্দিন ফারুক, সাইফুল ইসলাম খোকন, মাস্টার মো: জাহেদ, নির্বাহী সদস্য অলি উল্লাহ রনি, জমির হোসেন, নুরুদ্দোজা জনি, আবুল হোসেন, সদস্য শাহজালাল শাহেদ, ফেরদৌস ওয়াহিদ, হারুন রশিদ মিয়াজী, সাঈদী আকবর ফয়সাল, সাইফুদ্দিন মাহমুদ, হুমায়ুন কবির চৌধুরী, আবদুল করিম বিটুসহ ক্লাবের সদস্য উপস্থিত ছিলেন।

সভার সভাপতি ক্লাবের সদস্যের মতামতের ভিত্তিতে বার্ষিক সাধারণ সভায় প্রেস ক্লাবের বিগত দিনের সার্বিক উন্নয়ন পর্যালোচনা করেন এবং আগামীতে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য দ্বি-বার্ষিক নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে আহবায়ক করা হয়েছে সাবেক সভাপতি এম আর মাহমুদকে। এছাড়াও ক্লাবের উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে দীর্ঘদিনের কাংখিত ও প্রত্যাশীত প্রেস ক্লাবের গঠনতন্ত্র চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।