মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কে দোহাজারী হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় ইয়াবা পাচারের সাথে জড়িত পিকআপের চালককেও আটক করে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়। গত ২১ জুন বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিওসির মোড় সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে সড়কে অভিযান চালিয়ে পাচারকালে ইয়াবাগুলো
উদ্ধার করে।
জানা যায়, গোপন সংবাদে খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে এসআই মোহরম আলী ও এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কের সোহাগ কমিউনিটি সেন্টার এলাকায় সড়কে চট্টগ্রামমুখী (চট্টমেট্রো-ন-১১-৬৬৭৬) নাম্বারের খালী পিকআপে অভিযান চালিয়ে গাড়ির বাম পাশের চাকার মাটঘাটের উপরে বিশেষ কায়দায় নেয়া ১০ হাজার
পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় পাচারে জড়িত গাড়ির চালক টেকনাফের পূর্ব গোদারবিল এলাকার মৃত সব্বিরের ছেলে মো. ফরিদুল আলমকে (৩৩) আটক করা হয়। গাড়িটিও জব্দ করে পুলিশ।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে মহাসড়কে অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ইয়াবার চালানটি চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। ইয়াবা পাচারের সাথে গাড়ির মালিকও জড়িত বলে জানা যায়। এব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।