বলরাম দাশ অনুপম, চট্টগ্রাম থেকে:

বারো আউলিয়ার মহান অলি হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) বার্ষিক ওরশ শরীফে ঢল নেমেছিল ভক্তদের। হিন্দু-মুসলিমসহ অন্য সম্প্রদায়ের লোকজনেরা একে অপরের সাথে সম্প্রীতির বন্ধনে আবন্ধ হয়ে বৃহস্পতিবার সারাদিন-রাত ব্যাপি ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপন করেছেন বাবা মোহছেন আউলিয়ার বার্ষিক ওরশ। এ উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা বটতলী রস্তমহাটের মাজার প্রাঙ্গণে হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) এর মাজার প্রাঙ্গনে বসে হাজার হাজার ভক্ত নর-নারীর মিলনমেলা। ওরশকে ঘিরে মাজার পরিচালনা কমিটি ছাড়াও আনোায়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠন ও ভক্তরা কোরআন খানী মিলাদ মাহফিল ও তবারুক বিতরণ করে। ওরশ উপলক্ষে শুধু চট্টগ্রাম কিংবা আনোয়ারা নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আগমন ছিল লক্ষ্যনীয়। বিশেষ করে কক্সবাজার জেলার ভক্তরা ছিল বেশী। দূর দুরান্ত থেকে হাজার হাজার ভক্তরা গরু, ছাগল, মহিষ ও ভেড়াসহ নানা গৃহপালিত পশু নিয়ে দরগাহ এলাকায় আসেন। ওরশকে ঘিরে মোহছেন আউলিয়া (র) এর ভক্তদের মাঝে ধর্মীয় আবহের সৃষ্টি হয়। আর বর্ণিল সাজে সাজানো হয় মাজার ও আশ পাশের পুরো গ্রাম। মাজারে আসা ভক্ত চট্টগ্রামের শিহলবাহার ডাঃ পিকলু চৌধুরী জানান-বাবা মোহছেন আউলিয়ার দোয়া/আর্শিবাদ নিতে প্রতিবছরেই দেশের বিভিন্ন প্রান্ত হাজার হাজার ভক্ত নর-নারীর ঢল নামে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।