হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত টেকনাফের নাফ নদীতে বিজিবি-বিজিপি পর্যায়ে যৌথ টহল বুধবার ২০ জুন সকাল ১০টা থেকে শুরু হবে বলে জানা গেছে। এটি নাফ নদীতে বিজিবি-বিজিপি পর্যায়ে ৫ম যৌথ টহল। এর আগে আরও ৪টি যৌথ টহল অনুষ্টিত হয়েছিল। ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বিআরএম-০৫ হতে বিআরএম-০৮ পর্যন্ত ২০ জুন ২০১৮ সকাল ১০টা হতে প্রতিপক্ষ বিজিপি এর সাথে একটি যৌথ টহল অনুষ্ঠিত হবে। উক্ত টহলে বিজিবির পক্ষে সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং বিজিপি এর পক্ষে বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের চুরহঢ়যুঁ ক্যাম্পের চড়ষরপব গধলড়ৎ ঝধি গড়ব নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য, ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি, টেকনাফ বিওপি, দমদমিয়া বিওপি এবং হৃীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপির সাথে ৪টি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল’।