অনলাইন ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে নেমেই নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম কোনো পর্তুগিজ খেলোয়াড় হিসেবে টানা চার বিশ্বকাপে গোল করলেন রোনালদো, গড়েছেন সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ডও। চার বিশ্বকাপে গোল করা ইতিহাসের চতুর্থ খেলোয়াড়ও হয়েছেন রোনালদো।

গ্রুপপর্বের রপ্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ সুপারস্টার। যদিও স্পেনের বিরুদ্ধে ম্যাচটি শেষপর্যন্ত ৩-৩ গোলে অমিমাংশিতই থেকেছে।

এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালে তিনটি বিশ্বকাপ খেলে ৩ গোল করেছিলেন রোনালদো।আর এবার বিশ্বকাপে নেমেই হ্যাটট্রিক, সব মিলিয়ে রোনালদোর গোল সংখ্যা ৬। এর আগে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে টানা সাতটি আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করার রেকর্ড ছিল রোনালদো। এবার সেই রেকর্ড নিয়ে গেছেন আটে।

১৯৩০ সালে যাত্রা শুরু করা বিশ্বকাপে ৫১তম হ্যাটট্রিকটি করলেন রোনালদো। কাকতালীয়ভাবে এটা রোনালদোর ক্যারিয়ারেরও (ক্লাব ও জাতীয় দল মিলিয়ে) ৫১তম হ্যাটট্রিক। রোনালদোর বয়স এখন ৩৩, বিশ্বকাপে সবচেয়ে বয়সী ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন তিনি।

পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে স্পেনের বিপক্ষে এর আগে কেউ হ্যাটট্রিক করতে পারেনি। পর্তুগীজ ফুটবলের রাজপুত্র রোনালদো দেখালেন সেই কৃতিত্ব।