প্রেস বিজ্ঞপ্তি॥

কক্সবাজার জেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জেলার ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

মসজিদ পরিচালনা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সাউদ এক বিবৃতিতে বলেন, ঈদ ইসলামী মতাদর্শ ও নৈতিক ভিত্তির উপর প্রতিষ্টিত একটি জাতীয় উৎসব। আনন্দ উৎসবের মাধ্যমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার কাছে আতœসমার্পনই এর উদ্দেশ্য। পবিত্র ঈদুল ফিতর জাতি ধর্ম নির্বিশেষে সকলের জীবনে অনাবিল আনন্দ, সুখ শান্তি সৌহাদ্য ও ভ্রাতৃত্বের নতুন বার্তা নিয়ে আসুক এই প্রত্যাশা করেন তিনি। বিবৃতিতে তিনি আরও উল্লেখ, বদর মোকাম জামে মসজিদ আল্লাহর ঘর। এটি খোদা ভীরু, দ্বীনি ঈমানদার মুসল্লিদের ঠিকানা। আমরা খাদেম মাত্র। আল্লাহর এই ঘরের পাহারাদার হিসাবে আমরা নিয়োজিত আছি। আমরা মসজিদের দায়িত্ব নেওয়ার পর থেকে সম্মানিত মুসল্লিদের সুবিধার্থে যুগোপযোগী ও আধুনিকায়ন করার চেষ্টা করেছি। বরাবরের মতোই আমাদেও এই চেষ্টা অব্যাহত থাকবে। তিনি মসজিদের সার্বিক উন্নয়ন ও কল্যানে জেলাবাসীকে পাশে থাকার অনুরোধ জানান।