এম.এ আজিজ রাসেল:

২০০৫! বছরটিতে লুকিয়ে আছে অনেক স্মৃতি ও সুখ-দুঃখ গাথা কথামালা। স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক কথা জড়িয়ে রয়েছে ওই বছরকে ঘিরে। বর্তমানে শিক্ষা জীবন শেষ করে কচিকাচা সেই কিশোরগুলো সামাজিক ও কর্মক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে। ১৪ জুন বৃহস্পতিবার ২৮ রমজান পর্যটন নগরী কক্সবাজারের কলাতলীস্থ তারকা মানের হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ প্লাস এর হল রুমে দীর্ঘ এক বছর পর মিলিত হয় এসএসসি ২০০৫ সালের জেলার সব শিক্ষার্থী। ইফতার ও মিলনমেলাকে কেন্দ্র করে বিকাল থেকে ভীড় জমতে থাকে। ভীড়ের এই মিছিলে যোগ দেয় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার প্রি-ক্যাডেট মডেল হাই স্কুল, পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয়, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, এয়ারপোর্ট পাবলিক হাই স্কুল, সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়, রামু খিজারী উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়, ঘুমধুম উচ্চ বিদ্যালয়, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও কিশলয়সহ জেলার নানা স্কুলের ২০০৫ সালের এসএসসি ব্যাচের শতাধিক মেধাবী। ইফতার এর আগ মুহুর্তে অনুষ্ঠানস্থল সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে উঠে। দীর্ঘদিন পর সেই চিরচেনা বন্ধুদের পেয়ে একে অপরে কৌশল বিনিময়সহ মেতে উঠে পুরোনো দিনের স্মৃতিচারণে। এসময় সবার চোখে-মুখে ফুটে উঠে অনাবিল আনন্দ। প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় স্মৃতিচারণ করেন, ইভান, আজিজ রাসেল, মাহিন চৌধুরী, জাহেদ, কামরুল, মিঠুন, সাইদুর, ফরহাদ, আবছার, আবদুর রহিম, বাবু, মুমিনুল হক সৌরভ, মোর্শেদ, শাকিল, সাখাওয়াত, হামিদ, জাহিদ ও জাহাঙ্গীর। কাজী মোঃ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে সমপানী বক্তব্য রাখেন রাশেদ। বক্তব্য ও স্মৃতিচারণে সবাই মাদকের বিরুদ্ধে স্ব স্ব অবস্থান থেকে সজাগ এবং কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে ২০০৫ ব্যাচকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ঈদুল আযহার পর ঈদ পুনর্মিলনী করার সিদ্ধান্ত গৃহীত হয়।