প্রেস বিজ্ঞপ্তিঃ

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বৃহত্তর ঈদগাহ সহ জেলার বিভিন্ন স্হানে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে,
পবিত্র এই রমজান মাসে পানি বন্দী এসব মানুষ কে প্রয়োজনীয় ত্রান প্রদান ও বন্যায় ক্ষতি গ্রস্হ রাস্তা জরুরী ভিত্তিতে পুনঃ নির্মান করতে হবে।

তিনি বলেন, ঈদাগাঁও নদী পাড়ের বিভিন্ন স্হান ও সাগর ঘেষা পশ্চিম পোকখালী বেড়ী বাঁধ ভেঙ্গে গিয়ে পানিবন্দী হয়ে পড়েছে বৃহত্তর ঈদগার প্রায় পঞ্চাশ হাজার মানুষ।
আজ ১২ জুন বৃষ্টি উপেক্ষা করে বৃহত্তর ঈদগাঁ’র পানি বন্দী এসব গ্রাম ও বন্যায় ক্ষতিগ্রস্হ রাস্তা ঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন ।

এসময় সাবেক সাংসদ কাজল পানির তোড়ে ভেঙ্গে গিয়ে চলাচলে অনুপযুগী হয়ে পড়া ইসলামাবাদ বাঁশঘাটাস্হ ভাঙ্গনে তাৎক্ষণিক চলাচলের ব্যবস্হা গ্রহনের জন্য নিজ উদ্যোগে অার্থিক অনুদান প্রদান করেন,
পানি বন্ধী এসব মানুষকে দ্রুত শুকনো খাবার বিতরণ ও ক্ষতিগ্রস্হ রাস্তাঘাট মেরামত করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

এসময় সাবেক সাংসদ কাজলের সাথে ছিলেন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলম, সিনিয়র সহ-সভাপতি মনজুর আলম, যুগ্ম-সম্পাদক সেলিম মাহমুদ, বিএনপি নেতা সানা উল্লাহ, জালালাবাদ বিএনপির সভাপতি বজল আহমদ, ইসলামাবাদ বিএনপির সভাপতি মোজাম্মেল হক, যুগ্নসম্পাদক আব্দু রশিদ, সাংগঠনিক উপজেলা যুবদল সভাপতি মোহাম্মদ আজমগীর সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রদলের সভাপতি বেলাল উদ্দীন বেলাল, শ্রমিক দলের সভাপতি, আবুতাহের মুন্না, সাধারণ সম্পাদক শফিউল আলম শান্ত, উপজেলা যুবদল নেতা নোমান হোসেন, মোঃআলমগীর, জাহেদুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোঃ আনিছুর রহমান, ইদগাহ্ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোস্তাফা ফারুক, যুগ্ম আহবায়ক সোহেল রানাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন।