মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

প্রতিবছর বর্ষাকালে ভারি বৃষ্টিপাতে পাহাড়ি এলাকায় পাহাড় ধসে প্রাণহানি হচ্ছে। পাহাড়ের পাদদাশে ঝুঁকিপূর্ণ বসবাসের কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে আসছে। টানা তিনদিনের বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় পাদদাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে সাতকানিয়া থানা পুলিশের উদ্যোগে সোমবার রাতব্যাপৗ মাইকিং করা হয়েছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হোসেন জানান, উপজেলার পাহাড়ের পাদদাশে ঝুঁকি নিয়ে অনেক মানুষ বসবাস করে আসছে। অসচেতনতার কারণে পাহাড় ধসে প্রাণহানি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। তাই সোমবার রাতব্যাপৗ পাহাড় বেস্টিত পুরানগড়, বাজালিয়া,
ছদাহা, সোনাকানিয়া, মাদার্শা, এওচিয়া, কাঞ্চনা ও চরতী এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। যাতে পাহাড়ের পাদদাশে বসবাসকারী লোকজন সরে গিয়ে নিরাপদে চলে যায়। কয়েকদিন ধরে ভারি বর্ষন হচ্ছে। পাহাড় ধসলে যেন প্রাণহানি না হয়, তা মাথাই রেখে মানুষের জান-মাল রক্ষার্র্থে অনতিবিলম্বে তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য মাকিং করে অনুরোধ করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম সাতকানিয়া থানার ফেইসবুক আইডিতেও প্রচারণা চালানো হয়েছে।