প্রেস বিজ্ঞপ্তি :

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনকি সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, খোদাদ্রোহী অপশক্তি বিশ্বময় ইসলামের বিরুদ্ধে বহুমুখী চক্রান্ত করে যাচ্ছে। বাতিল অপশক্তি এ ষড়যন্ত্র মোকাবিলায় মাহে রমযানের মহান শিক্ষা ধারণ করে আপসহীন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখা আয়োজিত “মাহে রমযানের তাৎর্পয” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

২২ রমযান, ৮ জুন, জুমাবার কক্সবাজার শহরের হোটেল লাইট হাউজ অডিটোরিয়ামে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইসলামাবাদী আরো বলেন, মাহে রমযান তাকওয়া র্অজনের মাস। মহিমান্বিত এ মাসের শিক্ষা কাজে লাগিয়ে তাকওয়ার গুণাবলীসম্পন্ন আর্দশ নাগরিক গড়ার লক্ষ্যে ইসলামী ছাত্রসমাজ অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে।

পবিত্র এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, নেজামে ইসলাম পার্টি পবিত্র মক্কা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, হাফেজ মুহাম্মদ সালেম।

জেলা যুগ্ম সম্পাদক হাফেজ শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হামিদ। দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মুহাম্মদ ইউছুফ মক্কী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক সদর উপজলো আহবায়ক মুহাম্মদ মাহমুদুল হাসান, শহর আহবায়ক সাইফুর রহমান মাহদী, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, সাঈদ হোসাইন, আতিকুর রহমান, মুহাম্মদ নোমান, কফিল উদ্দীন, নাছির উদ্দীন, নুরুল আলম, হাফেজ হেলাল উদ্দীন, মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ শহীদ, দেলাওয়ার হোসাইন প্রমুখ।