এম.এ আজিজ রাসেল:

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্যটন নগরী কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব সমুদ্র দিবস। ৮ জুন শুক্রবার সকালে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ও ব্লু গ্রীণ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড প্রাঙ্গণ থেকে ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে র‌্যালী বের হয়ে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। র‌্যালী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে সৈকত পরিচ্ছন্নসহ সার্ফাররা ঢেউয়ের তালে তালে সাগরের বুকে সার্ফিংয়ে মেতে উঠে। লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে দিবসে তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আকতারুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, মংস্য বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোসলেম উদ্দিন, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের জেনারেল ম্যানেজার নিজামুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র ও পরিচালক মোঃ শাহাদাত। বক্তারা বলেন, যুগ যুগ ধরে সভ্যতার বিকাশ হয়েছে সমুদ্রকে ঘিরে। সমুদ্র আমাদের সম্পদ। তাই সমুদ্রকে রাখতে হবে নিরাপদ ও দূষণমুক্ত। রক্ষা করতে হবে জীব বৈচিত্র। সমুদ্রকে ঘিওে অর্থনৈতিকভাবে ব্যাপক সফলতা আসা সম্ভব। এছাড়া দুপুর থেকে বিকাল পর্যন্ত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ওশান গ্যালারী ভিজিট, একুরিয়াম ভিজিট, ওশান প্রেজেন্টশন, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।